ঢাকা, মঙ্গলবার   ২৮ মে ২০২৪

এক হাজার মণ কেমিক্যালযুক্ত আম ধ্বংস [ভিডিও] 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ১৭ মে ২০১৮ | আপডেট: ২৩:১৮, ১৭ মে ২০১৮

রোজার আগেই রাজধানীর যাত্রাবাড়ীতে ফলের আড়তে অভিযান চালিয়ে এক হাজার মণের বেশি কেমিক্যালযুক্ত আম ও চল্লিশ মণ পচা খেজুর ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।  

এই অপরাধে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। রোজা উপলক্ষে বেশি লাভের আশায় ব্যবসায়িরা অপরিপক্ক আম কেমিক্যাল মিশিয়ে পাকানোর পাশাপাশি পচা খেজুর বিক্রি করছে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

রমজান মাস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা। 

এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রাজধানীর যাত্রাবাড়িতে ফলের আড়তে অভিযান চালায় র‌্যাব, বিএসটিআই ও দক্ষিণ সিটি কর্পোরেশন। কেমিক্যাল দিয়ে পাকানো এক হাজার মণের বেশি আম ধ্বংস করা হয়।

এই অপরাধে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। 

বিএসটিআই বলছে, কেমিক্যাল দিয়ে পাকানো আম মানবদেহের জন্য ক্ষতিকর।

রমজানে সারা মাস জুড়ে ভেজাল বিরোধী অভিযান চলবে বলে জানিয়েছেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

ভিডিও: 

   

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি